নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুল খালেক নামে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
২৬ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দবনপুর গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল খালেক ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল খালেক বাড়ির পাশেই খেলছিল। পরিবারের লোকজনের ধারণা সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় আব্দুল খালেক। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভয়েস টিভি/এসএফ
২৬ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দবনপুর গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল খালেক ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল খালেক বাড়ির পাশেই খেলছিল। পরিবারের লোকজনের ধারণা সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় আব্দুল খালেক। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ