Printed on Mon May 17 2021 12:55:42 AM

সিডনি টেস্টের জন্য প্রস্তুত ডেভিড ওয়ার্নার

নিজস্ব প্রতিবেদক
খেলার খবর
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট নিয়ে মাঠ ছাড়ার পর থেকেই দলের বাইরে ডেভিড ওয়ার্নার।এখনও সেই চোট থেকে তিনি পুরোপুরি সেরে ওঠেননি।

তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টে ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের পর তৃতীয় টেস্টে দলের সেরা ওপেনারকে একাদশে পেতে মরিয়া অস্ট্রেলিয়া দল ।

কোচ ল্যাঙ্গার মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে ওয়ার্নারের খেলার সম্ভাবনা প্রবল।

“ খুবই আশাবাদী যে তৃতীয় টেস্টের জন্য ওয়ার্নার প্রস্তুত হয়ে উঠবে। সে একজন যোদ্ধা। প্রথম দিন থেকেই আমি বলে আসছি, তৃতীয় টেস্টের জন্য তৈরি হয়ে উঠতে সবকিছুই সে করছে।

মনে হচ্ছে, সে খুবই ভালোভাবে নড়াচড়া করতে পারছে। এই টেস্টে খেলতে সে দৃঢ়প্রতিজ্ঞ। সে প্রতিদ্বন্দ্বিতা ভালোবাসে, টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করে।”

“ বিকেলে অনুশীলনে তাকে আমরা শেষবারের মতো দেখব এবং তার পর আলোচনা করব। যতদূর মনে হচ্ছে, তৃতীয় টেস্টে সে খেলবে।”

শতভাগ ফিট ওয়ার্নারকে অবশ্য নিশ্চিতভাবেই পাওয়া যাবে না এই টেস্টে। তবে কোচ এর দাবি, পুরো ফিট না হলেও ওয়ার্নারকে খেলিয়ে দেওয়ায় ঝুঁকি খুব বেশি নেই।

“ কিছুটা ব্যথা নিয়েই তাকে খেলবে হবে এবং এটা সব ক্রিকেটারের ক্ষেত্রেই হয়। অনেক সময়ই ব্যথা সয়ে খেলতে হয়। এইটুকু নিতে তৈরি ওয়ার্নার এবং আশা করি তা খুব বেশি সমস্যা সৃষ্টি করবে না।”

“ যদি আমরা মনে করতাম ওকে খেলানোয় বড় কোনো ঝুঁকি আছে, তাহলে অবশ্যই সেই পথে আমরা হাঁটতাম না। পুনর্বাসন খুব ভালো হয়েছে। স্রেফ মাঠে চলাফেরা একটু সীমাবদ্ধ থাকতে পারে। অনেক দিন পর টেস্ট খেলতে হবে বলে একটু শ্রান্তিও পেয়ে বসতে পারে। কিন্তু তার চোট বাড়া বা ফেরার সম্ভাবনা যদি থাকত, অবশ্যই আমরা ঝুঁকি নিতাম না।”

ব্যাটিংয়ের ক্ষেত্রে সমস্যা খুব বেশি হবে না, ওয়ার্নার বলেছিলেন আগেই। প্রশ্ন তার রানিং বিটুইন দা উইকেট আর ফিল্ডিং নিয়ে। ল্যাঙ্গার বলেন, এটির সমাধানও বের করেছে দল।

“ ওর ব্যাটিং নিয়ে কোনো সমস্যা হবে না বলেই মনে করি। মাঠে তার বিচরণের ক্ষেত্রে একটু ভিন্নতা আনতে হবে। হয়তো তাকে স্লিপে ফিল্ডিং করতে হবে। আমার এখনও মনে আছে, ২০১৯ অ্যাশেজে লিডসে সে স্লিপে দারুণ কিছু ক্যাচ নিয়েছিল। সে এরকমই সহজাত এক প্রতিভা।”

ভয়েস টিভি / আইএ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/30953
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ