Printed on Tue Aug 03 2021 9:30:15 AM

সৃজিতের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তসলিমা

বিনোদন ডেস্ক
বিনোদন
তসলিমা
তসলিমা
প্রতিবাদের আরেক নাম তসলিমা নাসিরান। যখনই শিল্পীরা বিতর্কের মুখে পড়েছেন তিনি গর্জে উঠেছেন, পাশে দাঁড়িয়েছেন শিল্পীদের। তিনি বিশ্বাস করেন শিল্পীদের স্বাধীনতাই তাদের বোধ প্রকাশের অন্যতম চাবিকাঠি। তসলিমা নাসরিন কিছুদিন আগে অভিনেত্রী নুসরাতের মা হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন, পাশে দাঁড়িয়েছেন হবু মায়ের। এবার তিনি সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ।

প্রসঙ্গ অবশ্যই ওয়েব সিরিজ ‘রে’। বিশিষ্টরা নিজেদের মতামত রেখেছেন, সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে, মিশ্র প্রতিক্রিয়ায় ভরে উঠেছে সৃজিতের ওয়াল। তসলিমা নাসরিন তার সোশ্যাল মিডিয়া পেজে সৃজিতের জন্য একটি বড় পোস্ট লিখেছেনঅ

সেখানে তিনি লেখেন, ‘সত্যজিৎ রায়ের গল্পের ওপর ভিত্তি করে চারটে ছোট ছোট ছবি দেখাচ্ছে নেটফ্লিক্স, শুনেছি, কিন্তু সত্যি বলতে কী, দেখার তেমন ইচ্ছে ছিল না, কারণ দেখলে ভালো লাগবে এমন বিশ্বাস ছিল না। আঁতেলদের নিন্দে শুনেই দেখার ইচ্ছে জাগলো। দেখে তো রীতিমত মুগ্ধ আমি।’

তসলিমা নাসরিন আরও বলেন, ‘কয়েক- দশক- পুরোনো গল্পের এমন অবিশ্বাস্য আধুনিকীকরণ করতে সাহস তো দরকারই, কল্পনাশক্তি আর শিল্পবোধও প্রচণ্ড দরকার। ছক ভাঙা সোজা ব্যাপার নয়। তুখোড় শিল্পী হলেই পারেন। সত্যজিৎ রায়কে বয়স্ক আঁতেলদের বুকপকেট থেকে বের করে এনে পুরো ভারতবর্ষের, এমনকী পুরো বিশ্বের নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন ওরা। অভিষেক চৌবে চমৎকার, ভাসান বালাও ভালো। আর আমাদের সৃজিত মুখার্জি যত ছবি বানিয়েছেন, মনে তো হচ্ছে তার এ দুটো সবার সেরা।'

সোশ্যাল মিডিয়ায় সিনেপ্রেমীরা আবেগের বশে বহু প্রতিক্রিয়া লিখেছেন। কেউ বুঝে কেউ আবার ট্রেন্ডে গা ভাসিয়েছেন সিনেমার ভাষা না বুঝেই। সেই সব নেটিজেনদের এই পোস্টের মাধ্যমেই একহাত নিয়েছেন তসলিমা।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47838
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ