প্রথম সাফল্য এনে দিলেন তাইজুল


একটা উইকেটের জন্য হাপিত্যেস করছিল বাংলাদেশ। সেই হাপিত্যেস শেষ হলো ২০.৪ ওভারে এসে। তাইজুল ইসলামের বলে এলবিডব্লু হয়েছেন জন ক্যাম্পবেল। আউট হওয়ার আগে ৬৮ বলে ৩৬ করেছেন তিনি।
তাইজুল বলটি ফেলেছিলেন অফ স্টাম্পের বাইরে। ভেতরে ঢুকতে থাকা সেই বলটিতে সুইপ খেলতে চেয়েছিলেন ক্যাম্পবেল। ব্যাটের নিচ দিয়ে সেটি আঘাত করে ক্যারিবীয় ব্যাটসম্যানের ঊরুতে। আবেদনে আম্পায়ার শরফুদ্দৌলা সারা দেন প্রায় সঙ্গে সঙ্গেই। তবে তাৎক্ষণিক রিভিউ নিয়েছিলেন ক্যাম্পবেল। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় দারুণ সিদ্ধান্তই দিয়েছেন শরফুদ্দৌলা।
এই শরফুদ্দৌলার এর আগে নবম ওভারে আবু জায়েদের বলে ক্যাম্পবেলের বিপক্ষেই এলবিডব্লুর আবেদনে আঙুল তুলেছিলেন। কিন্তু সে যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।
টসে জিতে ব্যাটিং করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটি হয়নি। তিন পরিবর্তন নিয়ে খেলতে নামা বাংলাদেশ দলের প্রথম সাফল্যটা এল একটু দেরিতেই। এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৭৩। অধিনায়ক ক্রেইগ ব্রাফেট ৬৬ বলে ৩০ রানে অপরাজিত। ক্যাম্পবেলের বিদায়ের পর তাঁর সঙ্গী শেন মোসলি।
সকালের সেশনে এখনো পর্যন্ত ২৩ ওভার ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ভালোই খেলছেন। মোটামুটি স্বাচ্ছন্দ্যেই খেলছেন বলা চলে।
এখনো পর্যন্ত চার বোলার ব্যবহার করেছে বাংলাদেশ—আবু জায়েদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান আর তাইজুল ইসলাম। পেসার জায়েদ এখনো পর্যন্ত বেশি নম্বর পেলেও সাফল্য এনে দিলেন তাইজুলই।
ভয়েস টিভি/আইএ
সর্বশেষ সংবাদ