Printed on Tue Sep 21 2021 5:14:51 PM

তামিমের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন পাপন

নিজস্ব প্রতিবেদক
খেলার খবর
ইতিবাচক
ইতিবাচক
লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে নেই তামিম ইকবাল। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। সেই শঙ্কাই সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন বাঁহাতি এই ওপেনার। তবে বিশ্বকাপ না খেললেও টি-টোয়েন্টিতে ফিরবেন বলে জানিয়ে রেখেছেন তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তেমনটাই আশা করছেন। এই বিশ্বাকাপে না হোক, সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে দেখতে চান বিসিবি সভাপতি।

১ সেপ্টেম্বর বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তামিম জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি। মূলত লম্বা সময় ধরে এই সংস্করণের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম বলেন, “ছোট্ট একটা ঘোষণা ছিল। কিছুক্ষণ আগে আমি বোর্ড সভাপতি ও প্রধান নির্বাচককে ফোন করে বলেছি যে আমার মনে হয় না, বিশ্বকাপ দলে আমার থাকা উচিত। বিশ্বকাপের জন্য আমি ‘এভেইলেবল’ নই।”

তামিমের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন নাজমুল হাসান। বিসিবিপ্রধান মনে করেন, বেশ সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

বিকেলে সাংবাদিকদের সামনে নাজমুল হাসান বলেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা ওপেনার তামিম ইকবাল। সেরা ব্যাটসম্যান মুশফিক, সেরা অধিনায়ক মাশরাফী। বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তামিম যদি দলে আসে, সে সব সময় প্রথম পছন্দ, বাদ দেয়ার প্রশ্ন আসে না। তবে এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত। সে আমাদের প্রথম পছন্দ। এই বিশ্বকাপ দলেও ছিল। কিন্তু নিজের ঘোষণার পর এই স্কোয়াডে সে থাকবে না। আজ আমাদের যে দল দিয়েছিল, সেখানেও সে ছিল। কিন্তু সে যেহেতু প্রত্যাহার করে নিয়েছে এখন থাকবে না। সামনে আরও বিশ্বকাপ আছে, সে আবার খেলবে আশা করি। সিদ্ধান্তটা সহজ নয়, এটা সাহসী সিদ্ধান্ত অথচ সবাই বিশ্বকাপ খেলতে চায়।’

তামিমের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করে নাজমুল হাসান বলেন, ‘একটা সমস্যা, তামিম অনেক দিন টি–টোয়েন্টি খেলছে না। নিউজিল্যান্ড, জিম্বাবুয়েতে টি–টোয়েন্টি খেলেনি। ওর ইনজুরি থাকায় খেলেনি। অনেকে প্রশ্ন করে, ও তাহলে ওয়ানডে খেলল কেন? তামিম ওয়ানডে অধিনায়ক, ঝুঁকি নিয়ে খেলেছে। সে এমনই দায়িত্ব থাকলে সিরিয়াসলি খেলে। এখনকার দলটা ভালো খেলছে। হতে পারে আমাদের হোম কন্ডিশনে। যখন দল ভালো খেলে, খুব একটা দল পরিবর্তন করতে চাই না। সব চিন্তা করে, ও যেটা বলেছে, সে ভালো কথাই বলেছে। ও জানে স্কোয়াডে থাকলে সে খেলবেই। সে মনে করেছে এটা হলে অনেকের জন্য অবিচার হতে পারে। ও যেহেতু লম্বা সময় খেলছে না, এই চোট থেকে ফিরে বিশ্বকাপ খেলাটা কঠিন।’
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52971
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ