Printed on Sat Apr 01 2023 11:35:18 AM

স্ত্রীকে তালাকের ভয় দেখিয়ে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্ক

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
তালাকের
তালাকের
স্ত্রীকে নির্যাতন ও তালাকের হুমকি দিয়ে শ্বাশুড়িকে (৫৫) ধর্ষণের অভিযোগ উঠেছে সাহাব উদ্দিন (৪০) নামে এক পাষণ্ড জামাইয়ের বিরুদ্ধে। ময়মনসিংহ নগরীর তাজমহল এলাকার বিহারি ক্যাম্পের ঘটনা এটি।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এই ঘটনা সম্পর্কে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এমনকি কেউ বলেওনি। বিষয়টি নিয়ে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে মহাজির রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলভমেন্ট মুভমেন্ট (এমআরডিএম) এর সভাপতি ওয়াসি আলম বসির বলেন, এ ঘটনা আমাদের লোকজনের কাছে অত্যন্ত নিন্দনীয়। তাই আমরা ময়মনসিংহে এসেছি, উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। যদি কোনো সমাধান না হয়, তাহলে আইনি প্রক্রিয়ায় আমরা এগোব।

১০ এপ্রিল এ ঘটনা জানাজানি হলে সাহাব উদ্দিন পালিয়ে যায়। দশ বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির পাঁচ ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

শাশুড়ি বলেন, আমি অন্যের বাসায় কাজ করে মেয়ের পরিবারকে টাকা পাঠাই। সম্প্রতি কাজ না থাকায় মেয়ের বাসায় বেড়াতে যাই। কয়েক মাস আগে রাতে হঠাৎ করে মেয়ের জামাই আমাকে জড়িয়ে ধরে। আমাকে হুমকি দেয়। কাউকে জানালে তোর মেয়েকে মেরে ফেলব। আমাকে এখান থেকে যেতেও দেয় না। লোক লজ্জার ভয়ে কাউকে কিছু বলিনি। কিন্তু প্রায় প্রতিদিন আমার ওপর নির্যাতন করতে শুরু করে সে। এখন বাধ্য হয়ে সবাইকে বলছি।

তিনি বলেন, তার সাথে ‘জোর করে শারীরিক সম্পর্ক করেছে’। তার সাথে শারীরিক সম্পর্ক না করলে মেয়েকে নির্যাতনসহ তালাক দেয়ার হুমকি দিয়েছে। মেয়ের সংসার টেকানোর জন্যই বাধ্য হয়ে শারীরিক সম্পর্ক করেছি।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে প্রধান শিক্ষকের



নির্যাতনের স্বীকার মেয়ে জানান, ১০ বছর আগে শাহাব উদ্দিনের সাথে আমার বিয়ে হয়। আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে আমাকে মারধর করতো। মাস খানেক আগে মা আমার বাসায় বেড়াতে আসে। কয়েকদিন পর মা চলে যেতে চাইলে আমার স্বামী যেতে দেয়নি। এখন বুঝেছি কেন যেতে দেয়নি। আমার বাবা নেই। আমি অনেক অসহায়। আমার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে আমার স্বামী। আমি এই ঘটনার বিচার চাই।




তাজমহল মহল্লার বিহারি ক্যাম্পের বাসিন্দা নির্যাতনকারী সাহাব উদ্দিন জানান, বিষয়টি নিয়ে এখন তিনি অনুতপ্ত। এ রকম ভুল আর কোনোদিন হবে না। আমাকে সকলেই ভালো হওয়ার একটা সুযোগ দিন।

স্থানীয় রফিকুল ইসলাম এবং আবুল হোসেন জানান, এর আগে ওই লোকের বিরুদ্ধে ভাতিজীর সাথেও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। সমাজে এমন ন্যাক্কার জনক ঘটনা বন্ধে, সাহাব উদ্দিনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন: হাতিয়ায় বিবস্ত্র করে নির্যাতন

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41658
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ