Printed on Sun Jun 20 2021 12:46:50 PM

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর কমছে

নিজস্ব প্রতিবেদক
অর্থনীতিজাতীয়
কোম্পানির
কোম্পানির
২০২১-২২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজার উজ্জীবিতকরণের জন্য তালিকাভুক্ত কোম্পানির কর আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে আগামী অর্থবছরে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২২ দশমিক ৫০ শতাংশ কর প্রদান করতে হবে। ৩ জুন বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তথ্য মতে, আগামী অর্থবছরে তালিকাভুক্ত কোম্পানির কর ২ দশমিক ৫০ শতাংশ কমিয়ে ২২ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। যা আগের অর্থবছরে ২৫ শতাংশ ছিল।

সেই সাথে এক ব্যক্তি কোম্পানির কর ৭ দশমিক ৫০ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে, যা আগের অর্থবছরে ৩২ দশমিক ৫০ শাতংশ ছিল।

বাজেটে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর অপরিবর্তিতভাবে ৩৭ দশমিক ৫০ শাতংশই রাখা হয়েছে। আগামী বাজেটে মার্চেন্ট ব্যাংকের কর অপরিবর্তিতভাবে ৩৭ দশমিক ৫০ শতাংশই থাকছে।

অপরদিকে তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানির কর গত বাজেট অনুযায়ী আগামী বাজেটেও ৪০ শতাংশ থাকছে। তবে আগামী বাজেটে তালিকাভুক্ত মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস (এমএফএস)প্রদানকারী প্রতিষ্ঠানের কর ৫ শতাংশ বেড়ে ৩২ দশমিক ৫০ শতাংশ থেকে ৩৭ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: এবারের বাজেটে যেসব পণ্যের দাম কমবে

আরও পড়ুন: দাম বাড়বে যেসব পণ্যের

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/45889
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ