Printed on Wed Oct 20 2021 6:08:13 AM

আইন পাশ : তিন সন্তান নিতে পারবেন চীনারা

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
তিন সন্তান নিতে পারবেন চীনারা
তিন সন্তান নিতে পারবেন চীনারা

কয়েক দশক ধরে কঠোরভাবে ১৯৭৯ সালে চালু হওয়া 'এক সন্তান নীতি' কার্যকর করে আসছিল চীন। এতে দেশটিতে শিশুর জন্মহার আশঙ্কাজনকহারে কমে যায়। এ থেকে উত্তরণে ২০১৬ সালে চীন এক সন্তান নীতি বাতিল করে দুই সন্তান নীতি চালু করে।


কিন্তু এরপরেও চীনে জন্মহার স্থায়ীভাবে বাড়েনি। এবার দেশটির সরকার জন্মহার বাড়ানোর লক্ষ্যে দম্পতিদের উৎসাহিত করতে তিন সন্তান নিতে আইন পাস করলো। এখন থেকে দেশটির যে কোনো দম্পতি চাইলে তিনটি করে সন্তান নিতে পারবেন।বিবিসির খবরে বলা হয়েছে, জন্মহার বাড়াতে তিন সন্তানের নীতি আনুষ্ঠানিকভাবে শুক্রবার চীনের শীর্ষ আইনপ্রণেতারা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) -এর সভায় এ আইন পাস করেন।


জানা গেছে, দীর্ঘদিন ধরে এক সন্তান নেওয়ার নিয়ম চালু থাকার কারণে দেশটির অনেক নারীই একের অধিক সন্তান জন্মদান থেকে বিরত ছিলেন। কারণ সন্তান নিলে নীতি ভঙ্গের কারণে তাদের শাস্তির মুখোমুখি করা হতো। এর ফলে দেশটিতে কয়েক প্রজন্মের মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হয়।


গত বছর চীনে জন্ম নেয় এক কোটি ২০ লাখ শিশু। ২০১৬ সালে এ সংখ্যা ছিল এক কোটি ৮০ লাখ। ষাটের দশকের পর এটা শিশু জন্মের সর্বনিম্ন হার দেশটিতে।


এখন দেশটিতে যে জনসম্পদ রয়েছে তার বেশিরভাগই বয়স্ক। তাই অর্থনীতির উন্নতি সাধন ঘটলেও জনশক্তি প্রায় নিম্নস্তরে অবস্থান করছে। এমন পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যই এবার তিন ‘সন্তান নীতি’ আইনে পরিণত করলো চীনা সরকার।


তবে চীনের বড় বড় শহরগুলোতে সন্তান পালনের ক্ষেত্রে ক্রমবর্ধমান খরচ অনেক বেড়ে গেছে । এ ছাড়া দেশটির অধিকাংশ নারী কর্মজীবী। তাদের অনেকেই একের অধিক সন্তান নিতে অনীহা প্রকাশ করেন। ফলে তিন সন্তান নেওয়ার এ আইন কতটা ইতিবাচক প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।


যদিও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, তিন সন্তান নেওয়া দম্পতিরা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।
ভয়েস টিভি/এএন

যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51682
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ