Printed on Sun May 09 2021 8:26:53 AM

কক্সবাজার সৈকতে ভেসে এলো বৃহদাকার মৃত তিমি

কক্সবাজার প্রতিনিধি
সারাদেশ
তিমি
তিমি
কক্সবাজারের হিমছড়ি সৈকতে পাওয়া গেছে একটি মৃত তিমি। ৯ এপ্রিল শুক্রবার দুপুর ১২টার দিকে সাগরের পানিতে ভাসমান অবস্থায় এটি দেখে স্থানীয় লোকজন মৎস ও পরিবেশ অধিদফতরে খবর দেয়।

করোনাকালীল নিষেধাজ্ঞার কারণে কক্সবাজার সৈকত জনশূন্য রয়েছে। তারপরও মৃত তিমি দেখতে কিছু স্থানীয় লোকজন সেখানে ভিড় করে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘মৃত তিমির খবর পেয়েছি। ঘটনাস্থলে বনবিভাগের একটি টিম পাঠিয়েছি। আমি নিজেও সেখানে যাচ্ছি।’

স্থানীয় বাসিন্দা নুর নবী জানান, ‘লোকমুখে শুনে আমি সৈকতে গিয়ে দেখলাম মৃত তিমিটি পঁচে গেছে। দুর্গন্ধও ছড়াচ্ছে। এর গায়ের রং লালচে হয়ে গেছে। সম্ভবত কয়েকদিন আগে তিমিটি মারা গেছে।’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41354
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ