তিলাওয়াতের সিজদায় পড়ার দোয়া


উচ্চারণ : ‘সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু ওয়া শাককা সামআহু ওয়া বাসারাহু, বি-হাওলিহি ওয়া কুওয়াতিহি। ’
অর্থ : আমার মুখমণ্ডল ওই সত্তাকেই সিজদা করেছে, যিনি তাকে সৃষ্টি করেছেন, কানে শ্রবণশক্তি এবং চোখে দৃষ্টিশক্তি দান করেছেন। তাঁর দয়া ও শক্তির বলেই এগুলো বলীয়ান।
উপকার : আয়শা (রা.) বলেন, রাসুল (সা.) রাতে কোরআন তিলাওয়াতের সিজদা করতেন এবং সিজদায় বারবার এই দোয়া পড়তেন।
(আবু দাউদ, হাদিস : ১৪১৪)
অর্থ : আমার মুখমণ্ডল ওই সত্তাকেই সিজদা করেছে, যিনি তাকে সৃষ্টি করেছেন, কানে শ্রবণশক্তি এবং চোখে দৃষ্টিশক্তি দান করেছেন। তাঁর দয়া ও শক্তির বলেই এগুলো বলীয়ান।
উপকার : আয়শা (রা.) বলেন, রাসুল (সা.) রাতে কোরআন তিলাওয়াতের সিজদা করতেন এবং সিজদায় বারবার এই দোয়া পড়তেন।
(আবু দাউদ, হাদিস : ১৪১৪)
সর্বশেষ সংবাদ