তিস্তা চরের খাস জমি উদ্ধারের দাবি ভূমিহীনদের


তিস্তা নদীর চরাঞ্চলের খাস জমি ব্যাক্তির নামে রেকর্ড হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুমিহীন পরিবারের সদস্যরা। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাশিরাম বটতলা এলাকায় তারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা জানান, তিস্তা নদীর স্রোতে বসতভিটা ও ফসলি জমি বিলিন হয়ে তারা ভুমিহীন হয়ে পড়েছে। তিস্তায় জেগে উঠা চরের খাস জমিতে চাষাবাদ করে চলে জীবিকা নির্বাহ করছেন তারা।
কিন্তু সাম্প্রতি কতিপয় অসাধু সরকারী কর্মকর্তার যোগসাজশে শালহাটি নোহালির মৃত সিদ্দিক আলীর ছেলে আমিন উদ্দিনের নামে এসব জমি রেকর্ড হয়। ফলে জীবিকার একমাত্র মাধ্যম থেকে বঞ্চিত হয়ে পড়ে ভুক্তভোগীরা এসময় তারা জমিগুলো উদ্ধারের দাবি জানান।
এর আগে, ব্যাক্তির নামে রেকর্ড করা এই জমি ভূমিহীনদের মাঝে চাষাবাদের জন্যে বরাদ্ধ দিতে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিলেও কোন সুফল পাননি চরবাসী।
এদিকে মানববন্ধনের সংবাদ পেয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত খাস জমি উদ্ধারের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন : পদ্মার চরে স্বপ্ন বুনছে ধান চাষিরা
ভয়েস টিভি/এমএইচ
মানববন্ধনে বক্তারা জানান, তিস্তা নদীর স্রোতে বসতভিটা ও ফসলি জমি বিলিন হয়ে তারা ভুমিহীন হয়ে পড়েছে। তিস্তায় জেগে উঠা চরের খাস জমিতে চাষাবাদ করে চলে জীবিকা নির্বাহ করছেন তারা।
কিন্তু সাম্প্রতি কতিপয় অসাধু সরকারী কর্মকর্তার যোগসাজশে শালহাটি নোহালির মৃত সিদ্দিক আলীর ছেলে আমিন উদ্দিনের নামে এসব জমি রেকর্ড হয়। ফলে জীবিকার একমাত্র মাধ্যম থেকে বঞ্চিত হয়ে পড়ে ভুক্তভোগীরা এসময় তারা জমিগুলো উদ্ধারের দাবি জানান।
এর আগে, ব্যাক্তির নামে রেকর্ড করা এই জমি ভূমিহীনদের মাঝে চাষাবাদের জন্যে বরাদ্ধ দিতে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিলেও কোন সুফল পাননি চরবাসী।
এদিকে মানববন্ধনের সংবাদ পেয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত খাস জমি উদ্ধারের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন : পদ্মার চরে স্বপ্ন বুনছে ধান চাষিরা
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ