Printed on Sat Apr 01 2023 10:24:15 AM

তৃতীয় ধাপের পৌর নির্বাচনের লড়াইয়ে ৩৩৪৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
তৃতীয় ধাপের পৌর নির্বাচনের
তৃতীয় ধাপের পৌর নির্বাচনের
তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনে অবশেষে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন তিন হাজার ৩৪৪ জন প্রার্থী। ১০ জানুয়ারি রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন মেয়র, সাধারণ কমিশনার ও সংরক্ষিত নারী কমিশনার পদে ২২৭ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান রোববার রাতে এসব তথ্য জানিয়েছেন।

চলতি মাসের ৩১ তারিখ তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ৫৬ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির তথ্য অনুযায়ী— তৃতীয় ধাপে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছিলেন ২৮৭ জন। বাছাইয়ে বাতিল হয়েছিল ৩০ জনের মনোনয়ন। তখন বৈধ প্রার্থী ছিল ২৫৭ জন। তবে আপিল শুনানি শেষে বৈধ প্রার্থী ছিল ২৫৯ জন। এই ধাপে মেয়র পদে ৩০ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ২২৯ জন।

সংরক্ষিত নারী কমিশনার পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ৭৯৩ জন। বাছাইয়ে ২১ জনের মনোনয়ন বাতিল হওয়ার পর প্রার্থী ছিল ৭৭২ জন। আপিল শুনাসি শেষে প্রার্থী ছিল ৭৬৮ জন। প্রত্যাহার করে নিয়েছেন ১৩ জন। ফলে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৭৫৫ জন।

আর সাধারণ কমিশনার পদে মনোনয়ন জমা দিয়েছিলেন দুই হাজার ৬৩৫ জন। বাছাইয়ে ১১৬ জনের মনোনয়ন বাতিল হলে প্রার্থী ছিল দুই হাজার ৫১৯ জন। আপিল শুনানি শেষে প্রার্থী ছিল দুই হাজার ৫৩৭ জন। প্রত্যাহার করে নিয়েছেন ১৭৬ জন। ফলে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দুই হাজার ৩৬০ জন প্রার্থী।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/31663
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ