Printed on Sat Apr 01 2023 9:58:09 AM

সাতক্ষীরায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি
সারাদেশ
তৃতীয় লিঙ্গের
তৃতীয় লিঙ্গের
সাতক্ষীরায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শহরের উত্তর পলাশপোল এসপিবাংলো এলাকায় এসব দেয়া হয়।

স্বেচ্ছাসেবী উন্নয়ন প্রতিষ্ঠাণ লাইট হাউজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। এছাড়া অন্যদের মাঝে সুশীলনের সহকারি পরিচালক জিএম মনিরুজ্জামান, সমাজসেবক মজ্ঞুরুল ইসলাম, বেসরকারি সংস্থা বরসার সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, এসএম রায়হান নেসার, লাইট হাউজের ডিআইসি ম্যানেজার সনজু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এসব সামগ্রীর মধ্যে রয়েছে কেজি চাল, আলু, ডাল, সয়াবিন তেল, লবণ, পেঁয়াজ ও মাক্স। ৬৫ জন হিজড়া সম্প্রদায়ের মাঝে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে তৃতীয় লিঙ্গের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবাসনের দাবি জানালে তিনি বলেন, খাস জমির আবেদন দিলে তিনি এই ব্যাপারে উদ্যোগ গ্রহন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/32140
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ