Printed on Sun Feb 28 2021 9:10:56 AM

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
সারাদেশপ্রবাসী
দক্ষিণ আফ্রিকায়
দক্ষিণ আফ্রিকায়
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিউর‌্যানন্ডসে জাহাঙ্গীর আলম (৩৫) নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মনির হোসেন সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৭ জানুয়ারি বুুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউর‌্যানন্ডস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সওদাগর বাড়ির দুলু মিয়ার ছেলে।

নিহতের ভাই মনির জানান, সন্ত্রাসীরা রাতে ডাকাতির উদ্দেশ্যে দোকানে এসে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা গুলি করলে আমি নিজেকে রক্ষা করতে চাইলে একপাশে মৃদু গুলি লাগে।

পরে আমার বড় ভাই দোকান থেকে বের হতে চাইলে সন্ত্রাসীরা তাকে এলোপাড়াতি গুলি করলে তিনি দোকানের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/33698
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ