ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়া


আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা দখল করেছে। আকারে ছোট হলেও এই শহরটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। ইউক্রেনীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি তাদের লাইভ কাভারেজে এই তথ্য জানিয়েছে।
এই শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত। এই নদী থেকে ক্রিমিয়া উপত্যকায় সরাসরি পানি যায়।
মেয়র ভলোদিমির কোভালেঙ্কো জানিয়েছেন, রুশ সেনারা শহরের নির্বাহী কমিটির কার্যালয় দখল করেছে। তারা সব ভবন থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে ফেলেছে।
বিশ্লেষকরা বলছেন, আক্রমণের চতুর্থ দিনে এই শহরের দখল দক্ষিণ দিক থেকে এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য। রুশ সেনারা খারসন, মাইকোলাইভ ও মেলিটোপোল শহরেও হামলা চালাচ্ছে।
ভয়েসটিভি/আরকে
সর্বশেষ সংবাদ