দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রণবীর ও কৃতী


দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২২ দেয়া হয়েছে। মুম্বাইতে ২০ ফেব্রুয়ারি রোববার রাতে তারকা খচিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ স্বীকৃতি তুলে দেয়া হয়।
তখন বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার ২৮ জনকে দেওয়া হয় দাদাসাহেব ফালকে।
তাদের মধ্যে সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং ও সেরা অভিনেত্রী কৃতি শ্যানন। সেরা সিনেমা হয়েছে ‘শেরশাহ’।
‘৮৩’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর। এ সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করে ভক্তদের মুগ্ধ করেছিলেন রণবীর। চরিত্রের প্রয়োজনে করতে হয়েছে তাকে কঠোর পরিশ্রম। তবে বেশির ভাগ সময়ই কাটাতে হয়েছে ক্রিকেটের মাঠে।
অন্যদিকে ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী কৃতি। তার এই কমেডি সিনেমাটি ভক্তদের মুগ্ধ করেছে।
আরও পড়ুন: বলিউডের সেরা দশ অভিনেতা
পুরস্কার বিজয়ীরা হলো: ১. সেরা অভিনেতা- রণবীর সিং, ২. সেরা অভিনেত্রী- কৃতি শ্যানন, ৩. সেরা সিনেমা- শেরশাহ, ৪. অসামান্য অবদান - আশা পারেখ, ৫. বছরের সেরা চলচ্চিত্র - পুষ্প: দ্য রাইজ, ৬. সেরা ওয়েব সিরিজ - ক্যান্ডি, ৭. সেরা প্লেব্যাক গায়ক - বিশাল মিশ্র, ৮. সেরা প্লেব্যাক গায়িকা - কণিকা কাপুর, ৯. ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী - রাভিনা ট্যান্ডন, ১০. পার্শ্ব অভিনেতা - কাগজের জন্য সতীশ কৌশিক, ১১. পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী - বেল বটমের জন্য লারা দত্ত, ১২. সেরা শর্ট ফিল্ম - পাওলি।
ভয়েসটিভি/আরকে