বাধ্যতামূলক ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে


‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে একটি সার্কুলারও দেয়া হবে।এই স্লোগান বাধ্যতামূলক ব্যবহার করতে হবে।
২০ ফেব্রুয়ারি রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে। দু'একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
ভয়েসটিভি/আরকে
সর্বশেষ সংবাদ