Printed on Sat Sep 18 2021 2:57:06 AM

দিনাজপুরে পৃথক বজ্রপাতে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
দিনাজপুরে পৃথক বজ্রপাতে ৭ জনের মৃত্যু
দিনাজপুরে পৃথক বজ্রপাতে ৭ জনের মৃত্যু
দিনাজপুরে পৃথক বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট সোমবার বিকেলে দিনাজপুর শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার মনোয়ার চৌধুরীর পুকুরের পাশের টিনশেড ঘরে বজ্রপাতে চারজন এবং চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় তিনজনের মৃত্যু হয়।

দিনাজপুর শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকায় বজ্রপাতের ঘটনায় মৃতরা হলো, সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২)।

অন্যদিকে, চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় মাছ ধরার সময় মৃতরা হলেন, ওই এলাকার মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার কিছু উঠতি বয়সী ছেলে পুকুরের পাড়ে মোবাইলে গেম খেলার সময় বৃষ্টি শুরু হলে পাশের টিনশেড ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সেখানে আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলো, বাবলুর ছেলে আতিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)।

স্থানীয় যুবক সেলিম বলেন, বেশ কয়েকজন বসে মোবাইলে গেম খেলার সময় হঠাৎ বজ্রপাত হয়। আমরা কাছে গিয়ে দেখি চারজন মরে পড়ে আছে।

অপরদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত নুর ইসলাম, আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী একে অপরের প্রতিবেশী।

উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বিকেলে বৃষ্টির সময় বাড়ির সামনে পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নুর ইসলাম। আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী মাছ ধরা দেখছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনা স্থলেই তিনজন মারা যায়।

আরও পড়ুন : দিনাজপুরে আরও একটি লোহার খনির সন্ধান

ভয়েস টিভি/ এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52049
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ