দুই বাসের প্রতিযোগিতায় কিশোরের মৃত্যু, চালক গ্রেফতার


রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় বাসচাপায় পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনায় দুই বাসচালককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার দুজন হলেন- মনির হোসেন ও ইমরান হোসেন।
২৫ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, চাঞ্চল্যকর ও আলোচিত আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় বাসচাপায় পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনায় দুই বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে মগবাজার মোড়ে যাত্রাবাহী দুই বাসের চাপায় রাকিবুল (১৪) নামে এক কিশোর নিহত হয়। সে বাসে বাসে হকারি করতো।
জানা যায়, মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনের তিনটি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মধ্যে চাপা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়।
২৫ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, চাঞ্চল্যকর ও আলোচিত আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় বাসচাপায় পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনায় দুই বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে মগবাজার মোড়ে যাত্রাবাহী দুই বাসের চাপায় রাকিবুল (১৪) নামে এক কিশোর নিহত হয়। সে বাসে বাসে হকারি করতো।
জানা যায়, মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনের তিনটি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মধ্যে চাপা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়।
সর্বশেষ সংবাদ