Printed on Tue Sep 21 2021 4:54:47 PM

আইপিএল খেলতে মধ্যরাতে দুবাই যাচ্ছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
দুবাই যাচ্ছেন মোস্তাফিজ
দুবাই যাচ্ছেন মোস্তাফিজ
আজ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন কাটারমাস্টার। সঙ্গে তার স্ত্রীও যাবেন।

বিমানবন্দরে ক্রিকেটার ও কোচ-সংগঠকদের অভ্যর্থনা এবং বিদায় জানানোসহ আনুষ্ঠানিকতা সম্পাদনে যিনি সবসময় থাকেন, সেই ওয়াসিম খান মঙ্গলবার সন্ধ্যার পরে জানিয়েছেন এ তথ্য।

ওয়াসিম বলেন, ‘গতকাল যাওয়ার কথা ছিল। টিকিটও কাটা ছিল। কিন্তু ভিসা হাতে না পাওয়ায় যেতে পারেননি মোস্তাফিজ। আজ যাচ্ছেন এবং সঙ্গে তার স্ত্রীও যাবেন।’

আইপিএলে মোস্তাফিজ এই মৌসুমে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। করোনার কারণে আসর বন্ধ হওয়ার আগে দলের হয়ে ৭ ম্যাচে ৮ উইকেট নেন বাঁহাতি এই পেসার। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53716
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ