Printed on Fri Aug 19 2022 3:05:05 PM

নগ্ন অবস্থায়ও নিজেকে সুন্দর দেখতে চান দেবলীনা!

বিনোদন ডেস্ক
বিনোদন
দেবলীনা
দেবলীনা
দেবলীনা কুমার আর তার শরীরচর্চা যেন পাশাপাশি চলে। সোশ্যাল মিডিয়া সাক্ষী, নিয়মিত জিমে না গেলে প্রায় খাওয়া-ঘুম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়। গত বছর লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী। এবং তাতে তিনি দ্রুত ছিপছিপে হয়েছিলেন, সে কথাও জানাতে ভোলেননি।

শরীরচর্চা নিয়ে কেন এত মাথাব্যথা দেবলীনার? অভিনেত্রীর দাবি, ওজন তার কাছে নিছকই সংখ্যা বা সাইজ নয়। আসলে, নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চান তিনি! তাই সঠিক ওজন ধরে রাখতে এত শরীরচর্চা করেন। এমন বিস্ফোরক কথাই তিনি ২৮ এপ্রিল বুধবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন।

রোগা থাকার আরও একটি কারণ কিছু দিন আগেই নেটমাধ্যমে জানিয়েছিলেন তিনি। ছোট থেকেই তার ভারী চেহারা।

আরও পড়ুন: আশ্রমের শিশুদের সঙ্গে জন্মদিন কাটালেন কোয়েল মল্লিক

ছবির দুনিয়ায় আসার আগে নিজের মেদ ঝরাতে প্রথম শরীরচর্চা শুরু করেন। বাড়তি মেদ ঝরতেই দেবলীনা মুগ্ধ নিজের রূপে। সেই থেকে তিনি শরীরচর্চা চলছে। একই সঙ্গে ভয়ও কাজ করেন, আবার যদি মোটা হয়ে যান!

আরও পড়ুন: গভীর রাতে ইভটিজিংয়ের শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/43241
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ