দেশের সর্বনিম্ন ৮.৩ ডিগ্রি তাপমাত্রা শ্রীমঙ্গলে


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। ২৫ জানুয়ারি সোমবার এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
সেখান থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৮.৩ ডিগ্রিতে। দেশের কেবল এই একটি অঞ্চলের ওপর দিয়েই আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরের তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। অর্থাৎ এখন যে শীত, কুয়াশা বা শীতের আবহ বিরাজ করছে, এই আবহেই কেটে যেতে পারে চলতি মাস।
আবহাওয়া অফিস আরও বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ভয়েস টিভি/এমএইচ
সেখান থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৮.৩ ডিগ্রিতে। দেশের কেবল এই একটি অঞ্চলের ওপর দিয়েই আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরের তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। অর্থাৎ এখন যে শীত, কুয়াশা বা শীতের আবহ বিরাজ করছে, এই আবহেই কেটে যেতে পারে চলতি মাস।
আবহাওয়া অফিস আরও বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ