Printed on Sun May 16 2021 5:21:32 PM

রংপুরের দেড় কোটি মানুষের জন্য আইসিইউ ২৬টি

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
দেড় কোটি
দেড় কোটি
রংপুর বিভাগের আট জেলায় সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেড় কোটি মানুষের বসবাস। উত্তরের বিশাল এই জনগোষ্ঠীর জন্য ১২টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে মাত্র ৭০০ করোনা রোগীকে চিকিৎসা দেয়ার ব্যবস্থা রয়েছে।

এই দেড় কোটি মানুষের জন্য আইসিইউ বেড রয়েছে ২৬টি। এর মধ্যে রংপুরে ১০টি ও দিনাজপুরে ১৬টি। বিভাগের অন্য কোনো জেলায় আইসিইউ নেই। অথচ প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

রংপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলায় করোনা রোগীদের চিকিৎসায় ১২টি হাসপাতালে প্রায় ৭০০ বেডের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রংপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে রয়েছে ১০০টি বেড। এখানে আইসিইউ বেড রয়েছে ১০টি। এসব বেড খালি পাওয়া যেন সোনার হরিণ। এছাড়া রংপুর বক্ষব্যাধি হাসপাতালে ২০ বেড রয়েছে। তবে হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা থাকলেও সেখানে কোনো আইসিইউ নেই।

দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যায় করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকলেও সেখানে আইসিইউ বেড রয়েছে ১৬টি। এ ছাড়া বিরলে ২৫ ও কাহারোলের ল্যাম্প হাসপাতালে ১০ শয্যায় করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে সেখানে কোনো আইসিইউ বেড নেই।

এছাড়া কুড়িগ্রামে আধুনিক সদর হাসপাতালে ৫০, লালমনিরহাটের নার্সিং ইনস্টিটিউশনে ১২, লালমনিরহাট সরকারি হাসপাতালে ৫০, রেলওয়ে হাসপাতালে ২০, পঞ্চগড়ে চাইল্ড ওয়েলফেয়ারে ৫০, ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১০০, গাইবান্ধার আনসার ট্রেনিং সেন্টারে ৮০ ও নীলফামারী সরকারি হাসপাতালে ১০০ বেডে করোনার রোগীদের চিকিৎসা চলছে। তবে ওইসব চিকিৎসা কেন্দ্রে কোনো আইসিইউ বেড নেই। ফলে গুরুতর অসুস্থ রোগী আইসিইউর সেবা না পেয়েই মৃত্যুর আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তির ৫ দিনের মধ্যে প্রায় অর্ধেক করোনা রোগী মারা গেছে

আরও পড়ুনর: রাজধানীর ১০ করোনা হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা ৫টি

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/42287
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ