Printed on Sun May 16 2021 6:40:07 PM

দৌলতপুরে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৭

মানিকগঞ্জ প্রতিনিধি
সারাদেশ
দৌলতপুরে বাস-সিএনজির
দৌলতপুরে বাস-সিএনজির
মানিকগঞ্জের দৌলতপুরে বাস-সিএনজির সংঘর্ষে এক পরিবারের ৬ জনসহ সাত জন নিহত হয়েছেন।

৪ ডিসেম্বর শুক্রবার দুপুরের দিকে দৌলতপুরের মুলকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দক্ষিন চাষাভাদ্রা এলাকার একই পরিবারের হরেকৃষ্ণ বাদ্যকার (৫৫), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (৩৫), পুত্রবধূ ববিতা বাদ্যকার (২৪), নাতনি শিশু রাধে বাদ্যকার (৩), হরেকৃষ্ণের মা খুকি বাদ্যকর (৮০), হরেকৃষ্ণের ফুপাতো ভাই রামপ্রসাদ (৩৫) এবং সিএনজি চালক দৌলতপুর উপজেলার সমেতপুর এলাকার সদর উদ্দিনের ছেলে জামাল শেখ (৩০)।

রেজাউল করিম বলেন, দুপুরের দিকে হরেকৃষ্ণ বাদ্যকার সিএনজি ভাড়া করে দৌলতপুর থেকে মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নাতনিকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, পথিমধ্যে উপজেলার মুলকান্দি নামক এলাকায় ভিলেজ লাইন বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালকসহ এক পরিবারের ৬ জন সদস্য মারা যায়। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/26519
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ