Printed on Sat Apr 01 2023 11:23:25 AM

প্রেমের ফাঁদে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে প্রধান শিক্ষকের

সাতক্ষীরা প্রতিনিধি
সারাদেশ
ধর্মান্তরিত
ধর্মান্তরিত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমেদ (৪৮)। করোনাকালে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক হিন্দু শিক্ষার্থীর সঙ্গে। অবশেষে শিক্ষক শামিম আহমেদ ১৭ বছরের ওই শিক্ষার্থীকে নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন শিক্ষার্থীর বাবা।

শিক্ষক শামিম আহমেদ (৪৮) উপজেলার দক্ষিণ হাজিপুর গ্রামের মৃত. আলী হাসানের ছেলে। আর শিক্ষার্থী তনুশ্রী অধিকারী (১৭) নুরনগর গ্রামের সন্যাসী অধিকারীর মেয়ে।

শিক্ষক ও ছাত্রীর বিবাহের এভিডেভিট ও ধর্মান্তরিত হওয়ার এডিভডেভিটের কাগজপত্র দেখে জানা গেছে, তনুশ্রী অধিকারী খুলনায় নোটারি পাবলিকের মাধ্যমে ৭ এপ্রিল হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হন। নিজের নাম দিয়েছেন নাফিসা খাতুন। এরপর ৮ এপ্রিল দুই লাখ টাকা দেনমোহরে শামীম আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

শিক্ষার্থীরা বাবা সন্যাসী অধিকারী জানান, করোনাকালে আমার মেয়েকে ভুল বুঝিয়ে লম্পট শিক্ষক শামীম আহমেদ ধর্মান্তরিত করে বিয়ে করেছেন। এই শামীম এর আগেও বহু মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছে। যা এলাকার মানুষ সকলেই জানে। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার কুকর্মের বিষয় অবগত। আমি থানায় মামলা দিয়েছি। ন্যায় বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার এসআই দ্বীপ্তেষ কুমার জানান, শিক্ষক শামীম আহমেদ ওই ছাত্রীর বাড়িতে যাতায়াত করত। যাতায়াতের সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক হয়ে যায়। এরপর পালিয়ে বিয়ে করেছে দুইজন। ফেসবুকে ছবি দিয়েছে ওই শিক্ষক। মেয়েটি ধর্মান্তরিত হয়েছে বলে জানতে পেরেছি। তনুশ্রী অধিকারী নুরনগর আশাতলা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত। মেয়েটির বাবা থানায় অপহরণ মামলা দিয়েছেন। মামলা নং ১৬। মামলার আসামিকে আমরা খুঁজছি।

আরও পড়ুন: ভিক্টোরিয়া কলেজ থেকেই মেডিকেলে চান্স পেলেন ১৮ শিক্ষার্থী



শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, এটি প্রেমঘটিত বিষয়। প্রাইভেট পড়ানোর সুযোগে ফুঁসলিয়ে মেয়েটিকে নিয়ে পালিয়েছে ওই প্রধান শিক্ষক। এটি নৈতিকতার অবক্ষয় বলে আমি মনে করি। আমরা মেয়েটিকে উদ্ধার ও প্রধান শিক্ষককে গ্রেফতারের চেষ্টা করছি।




আরও পড়ুন: ইসলাম ছেড়ে ‘ইহুদি হয়ে গর্বিত’ কুয়েতের নারী কণ্ঠশিল্পী

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41409
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ