ধামরাইয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে


শান্তিপূর্ণভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের মাধ্যমে ঢাকার ধামরাই উপজেলার ধামরাই পৌরসভার ভোটগ্রহণ চলছে। ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নিরিবিচ্ছন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটের পরিবেশ ও যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে নির্বাচনি এলাকায় ৯ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবিসহ ৩ ইউনিট র্যাব।
এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের পাশাপাশি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে দায়িত্বে রয়েছে পুলিশের একাধিক সদস্য। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, ভোট শান্তিপূর্ণভাবে শেষ করতে তারা বদ্ধপরিকর।
৬ দশমিক ৯৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ধামরাই পৌরসভা। এবারের নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকে লড়ছেন বর্তমান মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, ধানের শীষ প্রতিকে লড়ছেন দেওয়ান নজিমুদ্দিন মঞ্জু এবং হাতপাখা প্রতিকে লড়ছেন শওকত হোসেন।
ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন মোট ৩৫ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৯ জন। ধামরাই পৌর সভায় মোট ভোটার ৪২ হাজার ৭ শত ৭৭ জন, এর মধ্যে প্রায় ২২ হাজারই নারী ভোটার। ২১ কেন্দ্রে ১০৮টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে।
ভয়েসটিভি/এএস
ভোটের পরিবেশ ও যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে নির্বাচনি এলাকায় ৯ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবিসহ ৩ ইউনিট র্যাব।
এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের পাশাপাশি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে দায়িত্বে রয়েছে পুলিশের একাধিক সদস্য। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, ভোট শান্তিপূর্ণভাবে শেষ করতে তারা বদ্ধপরিকর।
৬ দশমিক ৯৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ধামরাই পৌরসভা। এবারের নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকে লড়ছেন বর্তমান মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, ধানের শীষ প্রতিকে লড়ছেন দেওয়ান নজিমুদ্দিন মঞ্জু এবং হাতপাখা প্রতিকে লড়ছেন শওকত হোসেন।
ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন মোট ৩৫ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৯ জন। ধামরাই পৌর সভায় মোট ভোটার ৪২ হাজার ৭ শত ৭৭ জন, এর মধ্যে প্রায় ২২ হাজারই নারী ভোটার। ২১ কেন্দ্রে ১০৮টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে।
ভয়েসটিভি/এএস
সর্বশেষ সংবাদ