Printed on Tue Sep 21 2021 5:53:33 PM

ধেয়ে আসছে সৌর ঝড়, মহাপ্রলয়ের আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বভিডিও সংবাদ
ধেয়ে আসছে
ধেয়ে আসছে
যেকোনো সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে শক্তিশালী সৌর ঝড়। স্পেসওয়েদার ওয়েবসাইট জানিয়েছে, ১৬ লাখ কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই সৌর ঝড়।

খবরে বলা হচ্ছে, সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উত্পত্তি হয়েছে। ঝড়ের দৃশ্য দেখা যেতে পরে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে। কয়েক মাস ধরেই সূর্যের মধ্যে অস্থিরতার আভাস পেয়েছেন বিশেষজ্ঞরা।

সৌর ঝড়ের প্রভাবে উপগ্রহের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বিচ্ছিন্ন হতে পারে রেডিও সিগ্যানাল। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অনেক জায়গায় বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থাও।

এ বছরের মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেছিলেন, কয়েক লাখ টন প্রচণ্ড উত্তাপ গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস রয়েছে, যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ।

বিজ্ঞানীদের আশঙ্কা, এর জেরে বিশ্বের বেতার, জিপিএসের উপর প্রভাব পড়তে পারে। কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

২০২০ সালে সূর্যের ১১ বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে। পৃথিবীতে শেষ সৌর ঝড় আঘাত হেনেছিল ১৭ বছর আগে। তবে সেই সময়ের তুলনায় বর্তমানে প্রযুক্তির উপর আমাদের নির্ভরশীলতা বেড়েছে কয়েক গুণ। তবে এই সৌর ঝড় বিশ্বজুড়ে প্রযুক্তিকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।

বিশাল সৌর ঝড় সর্বশেষ রেকর্ড করা হয়েছিল ১৮৫৯ সালে। এরপর ১৯২১ ও ১৯৮৯ সালেও সৌর ঝড় হয়। এতে হাইড্রো-কিউবেক পাওয়ার গ্রিড পুরোপুরি বসে যায়। ৯ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কানাডা।
এই সৌর ঝড় সূর্যের বায়ুমন্ডল থেকে উদ্ভুত। পৃথিবীর চৌম্বকীয় শক্তির ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয়ে শক্তি বৃদ্ধি করে ক্রমশ। ফলে পৃথিবীর ওপর এর প্রভাব মারাত্মকভাবে পড়ার শঙ্কা বাড়তে থাকে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার মতে, সৌর বাতাস হল চার্জযুক্ত কণা বা প্লাজমার ঘন স্রোত, যা সূর্য থেকে বেরিয়ে এসে মহাকাশে ভেসে বেড়াতে থাকে।

হাইড্রো-কিউবিকের ওয়েবসাইট অনুসারে, ১৯৮৯ সালের মার্চ মাসে কুইবেকে সৌর ঝড়ের ফলে প্রদেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়, যা নয় ঘণ্টা স্থায়ী ছিল।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53577
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ