Printed on Sun May 09 2021 8:20:04 AM

মার্কিন গণতন্ত্র ‘নজিরবিহীন আক্রমণের মুখে’: বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
নজিরবিহীন
নজিরবিহীন
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য এবং এখনই তার অবসান হওয়া উচিত। এই সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে।’

ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও গুলিতে শেষ খবর পাওয়া পর্যন্ত চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। এঘটনায় ৫২ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এছাড়া এ ঘটনায় কারফিউ জারি করা হয়েছে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায়।

পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় জো বাইডেন আরও বলেন, ‘তাদের তৎপরতা আসলে রাষ্ট্রদ্রোহের শামিল।’

তিনি বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে বলব, শপথ গ্রহণের জন্য আপনি এখন জাতীয় টেলিভিশনে যান, সংবিধান রক্ষা করুন এবং এই অবরোধের অবসান দাবি করুন।’

জো বাইডেন বলেন, ‘পার্লামেন্ট ভবনে তাণ্ডব, জানালা ভাঙচুর, যুক্তরাষ্ট্রের সিনেটে হামলা, প্রতিনিধি পরিষদে যথাযথভাবে নির্বাচিত কর্মকর্তাদের নিরাপত্তার হুমকি- এগুলো আসলে প্রতিবাদ নয়, এটা একটা বিদ্রোহ।’

এদিকে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জালিয়াতি হয়েছে দাবি করে সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বেদনা বুঝি, আমি আপনাদের কষ্ট জানি। একটা নির্বাচন হয়েছিল, যেটা আমাদের কাছ থেকে চুরি করে নেয়া হয়েছে। এটা আমরা সবাই জানি। তবে আপনাদের এখন বাড়ি ফিরতে হবে। আমাদের শান্তি দরকার।’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/31189
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ