Printed on Sun Sep 19 2021 10:31:40 PM

নতুন প্রেমিকের সঙ্গেও টানাপোড়ন শ্রাবন্তীর!

বিনোদন ডেস্ক
বিনোদন
শ্রাবন্তীর
শ্রাবন্তীর
কয়েক বছর ধরেই ব্যক্তিগত বিষয়ে আলোচনায় রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত এক বছরে বিভিন্ন আলোচনার একেবারে শীর্ষে পৌঁছেছেন তিনি। মূলত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে টলি পাড়ায় তাকে নিয়ে আলোচনা লেগেই থাকে। স্বামী রোশন সিংয়ে সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের বিষয়ে আলোচনা তো ছিলই। সেই সঙ্গে যোগ হয়েছে তার নতুন প্রেমিক, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর নামও।

সংসার করতে চেয়ে মামলা করেছিলেন রোশন সিং। গত ১৪ জুলাই শিয়ালদহ ব্যাংকশাল আদালতে মামলার শুনানির দিন স্থির হয়। তবে আদালতের সমন পেয়েও এ দিন হাজির হননি অভিনেত্রী।

তবে সম্প্রতি তার করা এক পোস্ট দ্বন্দ্বে ফেলেছে ভক্তদের? এবার কী নতুন প্রেমিকের সঙ্গেও বিচ্ছেদ হতে চলেছে শ্রাবন্তীর? কিংবা সেই সম্পর্কে তৈরি হয়েছে কোনো ফাটল?নিজের ইন্সটাগ্রাম স্ট্রোরিতে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে লেখা আছে, ‘কখনও কখনও একা থাকাই সবচেয়ে ভালো০..’।

প্রশ্ন উঠছে এবার কী ইঙ্গিত দিতে চাইছেন শ্রাবন্তী? তাহলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগবে রোশন-শ্রাবন্তীর? নিজের পুরনো ট্রেন্ড ভাঙবেন নায়িকা? নাকি নতুন প্রেমেই মজেছেন তিনি?

এদিকে টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, বাইপাসের ধারে তার বাসায় থাকেন নতুন প্রেমিক। শুধু তাই নয়, নির্বাচন পরবর্তী সময়ে নতুন জুটি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। দুজনের ছবি প্রকাশ্যে না আনলেও, নিজের ছবি প্রায়শই শেয়ার করছেন নায়িকা।হইচইয়ে স্ট্রিমিং হচ্ছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘দুজনে’। প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটিতে কাজ করেছেন শ্রাবন্তী। অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি ‘লকডাউন’ এখনও মুক্তির অপেক্ষায়।

এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/49382
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ