Printed on Wed Jul 28 2021 6:04:06 PM

নতুন প্রেমিকের সঙ্গে একান্তে শ্রাবন্তী, অভিরূপও প্রশংসা করছেন প্রকাশ্যেই

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
নতুন
নতুন
গোপন কথা আর গোপনে থাকছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার প্রকাশ পাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অভিরূপ নাগ চৌধুরীর একে অপরের প্রতি ভালোবাসা। বর্তমানে একে অপরের প্রেমে আকুল তারা। শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং সংসার করতে চাইলেও অভিনেত্রী একান্তে সময় কাটিয়ে এসেছেন নতুন প্রেমিকের সঙ্গে। নতুন প্রেমিক অভিরূপ অভিত্রেীর কাছ থেকে পেয়েছেন দামি গিফট, আর তিনিও শ্রাবন্তীর প্রশংসা করছেন প্রকাশ্যেই।

জানা গেছে, সম্প্রতি প্রেমিককে জন্মদিনে প্ল্যাটিনামের ওপর বসানো হীরার দামি আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী। ফেসবুকে সেই ছবি দিয়ে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অভিরূপ। তিনি লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া...ধন্যবাদ’।

তবে এই ভালবাসাকে শুধু নিজের ফেসবুকের দেয়ালের গণ্ডিতে আটকে রাখেননি শ্রাবন্তীর ব্যবসায়ী প্রেমিক। আগল ভেঙে প্রেমিকার ইনস্টাগ্রামের পোস্টেও মুগ্ধতা প্রকাশ করেছেন। গত ১৫ জুন একটি ভিডিও দিয়েছিলেন শ্রাবন্তী। হালকা ফিনফিনে শাড়ি, খোলা চুলে দেখা গিয়েছে তাকে। হাতে এবং গলায় মানানসই গয়না। কয়েক মুহূর্তের ভিডিয়োও জুড়ে দিয়েছেন নেহা ভাসিনের কণ্ঠে ‘ইশক কি চাশনি’সেই গানের সঙ্গে শ্রাবন্তীর নানা অভিব্যক্তি হিল্লোল তুলেছে অভিরূপের মনে। মন্তব্য বাক্সে তিনি লিখেছেন, ‘ম্যাজিকাল’। শ্রাবন্তী যদিও প্রেমিকের মন্তব্যের কোনও উত্তর দেননি।

নেটমাধ্যমে নিশ্চুপ থাকলেও কয়েকদিন আগে প্রেমিকের সঙ্গে ২ দিনের জন্য পাহাড়ে ঘুরে এসেছেন অভিনেত্রী। অন্যদিকে, শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংহ তার সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে আইনি জটিলতায় আপাতত মন নেই অভিনেত্রীর। হৃদয়ের কথা শুনে অভিরূপের প্রেমে বুঁদ তিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47161
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ