Printed on Sat May 15 2021 9:24:09 PM

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হিলি প্রতিনিধি
সারাদেশ
নবাবগঞ্জে
নবাবগঞ্জে
প্রতীকী ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে অটোরিকশা ও ইঞ্জিত চালিত বিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এতে অপর একজন গুরুতর আহত হয়। ২ ডিসেম্বর বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চকদলু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা (৬৫) উপজেলার পলাশবাড়ি গ্রামের মৃত, আব্বাস আলীর ছেলে এবং আহত নুরুজ্জামান (৪৫) একই উপজেলার বিন্নাগাড়ি গ্রামের বাসিন্দা।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শামিম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ২৮টি স্বর্ণের বারসহ স্বামী-স্ত্রী আটক

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/26226
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ