Printed on Tue Aug 03 2021 10:43:10 AM

নাফ নদী থেকে দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
সারাদেশ
নাফ নদী
নাফ নদী
নাফ নদী থেকে সমজিদা (৩৫) নামের এক রোহিঙ্গা নারীসহ তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুজন শিশু। নদীতে আরও দুটি মরদেহ ভাসতে দেখেছে বলে জানিয়েছে স্থানীয় জেলেরা।

জানা যায়, ১২ জুন শনিবার দুপুর দেড়টারদিকে টেকনাফ মডেল থানা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির বিশেষ দল হ্নীলা মৌলভী বাজার সীমান্ত পয়েন্ট থেকে বেড়িবাঁধের পাশে পানিতে ভাসমান অবস্থায় কুতুপালং ক্যাম্পের আব্দুস সালামের মেয়ে সমজিদা (৩৫) এবং তার দু্ই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে।

মরদেহের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধন কার্ড পাওয়ায় মরদেহগুলো রোহিঙ্গাদের বলে ধারণা করছে পুলিশ। এরপর সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে।

এদিকে নবী হোসেন নামের এক জেলে জানান, মিনাবাজারের পূর্বে নাফ নদীতে ভাসমান অবস্থায় দুজন বয়স্ক নারীর মরদেহ দেখতে পান তিনি। তখন তিনি ভয়ে চলে আসেন।

এই খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, গত ৩ বছরের বেশি সময় নাফ নদীতে মাছ শিকার ও নৌকা চলাচল বন্ধ থাকার পরেও কিভাবে এসব মৃতদেহ আসে? তা খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, টেকনাফের নাফ নদী থেকে ভাসমান অবস্থায় এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46623
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ