Printed on Thu Feb 25 2021 4:44:53 AM

নাসির ভালো খেলে, বললেন নায়িকা সুবহা

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
নাসির ভালো খেলে
নাসির ভালো খেলে
চলচ্চিত্রের নবাগত নায়িকা হুমায়রা সুবহা। এরই মধ্যে একাধিক সিনেমায় কাজ শেষ করেছেন তিনি। বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন সুবহা। এদিকে ক্রিকেটার নাসিরের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় চলছে। যদিও এই ক্রিকেটারের আগে থেকেই আলোচনা আর সমালোচনার শেষ নেই। এর আগেও সুবহা’র সঙ্গে রিলেশনের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।

তবে নাসিরের ভাইরালের বিষয়টি সিনেমায় আসতে সুবহাকে বেশ এগিয়ে দিয়েছেন। শুধু তাই নয় সুবহা ইতোমধ্যে ছয়টি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন। পাশাপাশি জন্মদিনের পার্টি করতেও দেখা গেছে বেশ জাঁকজমক করে। এরইমধ‌্যে সুবহা নতুন ভােটার হয়েছেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের। যথারীতি এফডিসিতে ভোট দিয়েছেন এই নবাগতা অভিনেত্রী।

ভোট দেয়া নিয়ে সুবহা বলেন, ‘আমার জীবনের প্রথম ভোট ছিল এটি। এর আগে আমি কখনও ভোট দেয়নি। শুধু তাই নয় আমার পছন্দের মানুষগুলি নির্বাচিত হয়েছে। সব মিলিয়ে ভীষণ খুশি আমি।’ তবে ভোট শেষে এক ঝাঁক বিনোদন সাংবাদিক তাকে নানা ধরনের প্রশ্নের মধ‌্যে ক্রিকেটার নাসির সর্ম্পকে প্রশ্নে হাসতে হাসতে সুবহা বলেন, ‘নাসির নামে আমি কাউকে চিনি না। ও ক্রিকেটার নাসিরকে চিনতাম, সে ভালো খেলে। কখনও আন্তজার্তিক, কখনও ওয়ানডে। তবে সব কিছু ভুলে আমি সামনে শুধু সিনেমা নিয়েই ভাবছি।’

উল্লেখ্য, সম্প্রতি ‘মন বসেছে পড়ার টেবিলে’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/36634
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ