Printed on Sun May 16 2021 11:45:59 PM

অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন নায়ক শান্ত খান

আনজাম খালেক
বিনোদন
নায়ক শান্ত
নায়ক শান্ত
প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্র `প্রেম চোর' দিয়েই দর্শকদের মন জয় করেছেন ঢালিউডের জনপ্রিয় সুপারহিট নায়ক শান্ত খান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বাংলা সিনেমায় শীর্ষ নায়কদের একজন তিনি।

এরইমধ্যে 'বিক্ষোভ', ‌‌‌‌‌‍‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘শুভ সকাল’, ‘গ্যাংস্টার’, ‘৭১ এর ইতিহাস’ এবং ‘প্রিয়া রে’ চলচ্চিত্রে কাজ করছেন শান্ত খান।

ঢাকাই ছবিতে নবাগতদের দাপট বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। সেই তালিকায় অধিকাংশই নায়ক বা নায়িকা। সম্প্রতি চলচ্চিত্র শিল্পে যে ক'জন নতুন অভিনেতা এসেছেন তাদের মধ্যে শান্ত খান অন্যতম।

নায়ক শান্ত

এ প্রসঙ্গে নায়ক শান্ত খান বলেন, বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ চলছে। প্রতিদিনই কোনো না কোনো চলচিত্রে শুটিং থাকে। যার কারণে অনেক ব্যস্ত সময় কাটছে। শুটিং এর সিডিউল দিতেও হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।

দেশের খ্যাতিমান প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খানের ছেলে নায়ক শান্ত খান। ২০১৯ সালে ‘প্রেম চোর’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

নায়ক শান্ত

এ চলচ্চিত্রে শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী নেহা আমান দ্বীপ। এছাড়া কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয় দত্ত, বাংলাদেশের সাদেক বাচ্চুসহ অনেকে অভিনয় করেছেন এই চলচ্চিত্রে।

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। আর প্রযোজনা করেছেন দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

নায়ক শান্ত

শান্ত খানের দ্বিতীয় সিনেমা ‘বিক্ষোভ’। ২০১৯ সালের পহেলা সেপ্টেম্বর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে কলকাতায় ‘বিক্ষোভ’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনী।

শান্ত খানের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী সানী লিওন, শ্রাবন্তী, রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের শিবা সানু, সাদেক বাচ্চু, বড়দা মিঠু, ডন ও সাবেরী আলমসহ আরও অনেকে শুটিংয়ে অংশ নেন।

ইতোমধ্যে শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার রকি’ সিনেমায় নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি।

আরও পড়ুন : চলচ্চিত্রের নবাগত নায়ক শান্ত খানের জন্মদিনে ভিন্ন আয়োজন

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/33613
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ