নায়ক শান্ত খানের ব্যস্ততা নতুন তিন চলচ্চিত্রে


আধুনিক ও তরুণ নায়ক শান্ত খানের প্রথম ছবি ছিল উত্তম আকাশের ‘প্রেম চোর’। এরপর করেছেন শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ ও শাহীন সুমনের ‘গ্যাংস্টার’। ১৪ মার্চ থেকে শুরু করবেন রনির ‘বুবুজান’। সেটি শেষ করেই শুরু করবেন পুজন মজুমদারের ‘প্রিয়া রে’।
এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করবেন উত্তম আকাশের নাম ঠিক না হওয়া আরেকটি ছবি। ক্যারিয়ারে এখন তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। এমনকি নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে নির্মিতব্য ১০০ ছবির একটির জন্যও শিডিউল দিতে পারেননি। তবে ছবিগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন শান্ত।
তিনি বলেন, ‘হল মালিকরা এখন ছবি সংকটে ভুগছেন। তাদের কথা মাথায় রেখে আমরা ঝটপট ১০০ ছবি নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। আছেন মেধাবী পরিচালকরা। আশা করছি, এই বছরই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে।’
‘বুবুজান’, ‘প্রিয়া রে’ ও উত্তম আকাশের ছবিগুলো নিয়ে শান্ত বলেন, ‘প্রত্যেকটি ছবির গল্প দর্শকদের ভালো লাগবে। কোনটিতে আমি একজন অভাগা বোনের ভাই, কোনোটিতে প্রেমিকার জন্য পাগল আবার কোনোটিতে প্রতিবাদী যুবক। আমি দর্শকদের ঠকাতে চাই না কখনো। তাদের জন্য ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আমার সঙ্গে প্রতিটি ছবির নায়িকা আলাদা। ভিন্ন ভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন নায়িকারা থাকবেন আমার জুটি হিসেবে। আশা করছি, দর্শকদের ভালোবাসা পেয়ে আমি অনেকদুর এগিয়ে যেতে পারব।’
ভয়েস টিভি/ডিএইচ
এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করবেন উত্তম আকাশের নাম ঠিক না হওয়া আরেকটি ছবি। ক্যারিয়ারে এখন তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। এমনকি নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে নির্মিতব্য ১০০ ছবির একটির জন্যও শিডিউল দিতে পারেননি। তবে ছবিগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন শান্ত।
তিনি বলেন, ‘হল মালিকরা এখন ছবি সংকটে ভুগছেন। তাদের কথা মাথায় রেখে আমরা ঝটপট ১০০ ছবি নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। আছেন মেধাবী পরিচালকরা। আশা করছি, এই বছরই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে।’
‘বুবুজান’, ‘প্রিয়া রে’ ও উত্তম আকাশের ছবিগুলো নিয়ে শান্ত বলেন, ‘প্রত্যেকটি ছবির গল্প দর্শকদের ভালো লাগবে। কোনটিতে আমি একজন অভাগা বোনের ভাই, কোনোটিতে প্রেমিকার জন্য পাগল আবার কোনোটিতে প্রতিবাদী যুবক। আমি দর্শকদের ঠকাতে চাই না কখনো। তাদের জন্য ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আমার সঙ্গে প্রতিটি ছবির নায়িকা আলাদা। ভিন্ন ভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন নায়িকারা থাকবেন আমার জুটি হিসেবে। আশা করছি, দর্শকদের ভালোবাসা পেয়ে আমি অনেকদুর এগিয়ে যেতে পারব।’
ভয়েস টিভি/ডিএইচ
সর্বশেষ সংবাদ