Printed on Mon Dec 06 2021 3:11:45 AM

নিরাপত্তার কারণে বাতিল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
নিউজিল্যান্ড সিরিজ
নিউজিল্যান্ড সিরিজ
শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ফলে ৩ ম্যাচ ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ না খেলেই পাকিস্তান ছাড়ছে নিউজিল্যান্ড।

আজ রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে হয়নি টস। খেলোয়াড়রা মাঠেই আসেননি। এর আগে জানানো হয়েছিল, হোটেল রুম ছাড়তে নিষেধ করা হয়েছে খেলোয়াড়দের। এরপর ক্রিকইনফো জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। এক বিবৃতিতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলে হয়েছে, 'পাকিস্তানে থাকা অবস্থান নিউজিল্যান্ডের ওপর হুমকি এসেছে এবং নিরাপত্তাজনিত কারণে আমরা সিরিজটি স্থগিত করে দেশে ফিরে যাচ্ছি। নিউজিল্যান্ডের নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছে ব্ল্যাক ক্যাপসরা এই সিরিজটি আর চালিয়ে যাবে না।'

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আরেকটি বিবৃতিতে জানিয়েছেন, 'নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের অবগত করেছে তাদের হুমকি দেয়া হচ্ছে এবং তারা সিরিজটি স্থগিত করে দেশে ফিরতে চাচ্ছে। নিরাপত্তা পরিদর্শকরা এবং নিউজিল্যান্ড আমাদের নিরাপত্তা প্রটোকল নিয়ে সন্তুষ্ট ছিল। এ কারণেই তারা এখানে এসেছিল।'
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53891
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ