Printed on Thu Aug 11 2022 9:04:11 PM

নিকলী হাওরে যাওয়ার পথে বাবা-ছেলের করুণ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
নিকলী হাওরে
নিকলী হাওরে
ফাইল ছবি
নিকলী হাওরে যাওয়ার পথে ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও মাইক্রোবাস সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী নামক স্থানে এ ঘটনাা ঘটে।

নিহতরা হলেন- ফাহাদ আলম ও তার ছেলে তুরান আলম । তাদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়।

ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাওয়ার পথে মাইক্রোবাসটি নান্দাইলের ডাংরী নামক স্থানে আসলে ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরান আলম নামের শিশুটির মৃত্যু হয়। গুরুতর ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ৭ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/15190
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ