Printed on Sun May 16 2021 6:32:35 PM

নিখোঁজের তিনদিনেও সন্ধান মেলেনি কিশোরের

নেত্রকোনা প্রতিনিধি
সারাদেশ
নিখোঁজের তিনদিনেও
নিখোঁজের তিনদিনেও
তিনদিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে নিখোঁজ হওয়া কিশোর রুকেল মিয়ার (১৭)।

২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোরের কোনো সন্ধান মিলেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ২৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় ভৈরব থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি বাল্কহেড নৌকার ধাক্কায় ধনু নদীতে খালিয়াজুরী উপজেলার পাচহাট চড়পাড়া গ্রামের ফজিল হকের ছেলে কিশোর রুকেল মিয়া নিখোঁজ হয়।

এ বিষয়ে খালিয়াজুরী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোর রুকেলসহ তিন মিলে মাছ ধরে বাড়ি ফেরার পথে ধনু নদীতে তাদের ইঞ্জিন চালিত ছোট নৌকাটির সঙ্গে ওই বাল্কহেড নৌকার ধাক্কা লাগলে ছোট নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য দুজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় রুকেল মিয়া।

এদিকে ময়মনসিংহ থেকে একদল ডুবুরি শুক্রবার সকাল থেকে নিখোঁজ ওই কিশোরকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/25462
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ