Printed on Sun May 16 2021 5:40:35 PM

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
নিহত
নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে গাড়ি ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় ২ মার্চ মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মেক্সিকো সীমান্তের কাছে একটি বড় ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় ওই গাড়িতে বেশ কয়েকজন শিশুও ছিল।

এল সেন্ট্রো রিজিওনাল মেডিক্যাল সেন্টারের কর্মকর্তা জুডি ক্রুজ জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোর কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুই ডজনের বেশি আরোহী নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। সে সময় পাথর বোঝাই একটি সেমি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ ঘটে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের ওমর ওয়াটসন বলেন, দুর্ঘটনার সময় ওই গাড়িতে প্রায় ২৫ জন ছিলেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোট ১৩ জন প্রাণ হারিয়েছে।

তবে এল সেন্ট্রো রিজিওনাল মেডিক্যাল সেন্টার বলছে, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িতে ২৮ যাত্রী ছিল বলেও জানানো হয়েছে।

ওমর ওয়াটসন জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িতে বেশ কয়েকজন শিশু ছিল। কিন্তু তাদের বয়স জানা যায়নি। দুর্ঘটনা ট্রাকের চালক আহত হয়েছে। তিনিসহ আহত অন্যদের স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : পণ্যবাহী গাড়িতে যাত্রী বহন : মামলার হুঁশিয়ারি

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/37625
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ