Printed on Tue Jan 25 2022 4:46:25 PM

নিয়ন্ত্রণ হারিয়ে খালে যাত্রীবাহী বাস, ২১ যাত্রী নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশভিডিও সংবাদ
নিয়ন্ত্রণ হারিয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে
সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে যাত্রীবাহী বাস। ২১ জুলাই মঙ্গলবার সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২১ যাত্রী। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, এ দিন সকালে বাসটি সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে অন্তত ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলো। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।ভয়েস টিভি/সুনামগঞ্জ প্রতিনিধি/দেলোয়ার
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/8518
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ