Printed on Sat May 15 2021 8:53:39 PM

পাসওয়ার্ড শেয়ারের দিন শেষ নতুন নিয়মে নেটফ্লিক্স

নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তি
নেটফ্লিক্স
নেটফ্লিক্স
সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ দেখার ক্ষেত্রে নেটফ্লিক্সের জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর এই জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হল এই ওটিটি প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা। একটি অ্যাকাউন্ট থেকেই অনেকে মিলেই ব্যবহার করছেন নেটফ্লিক্স। কিন্তু সে সুবিধা আর বেশিদিন থাকছে না। পাসওয়ার্ড শেয়ার নিয়ে নতুন ফিচার আনতে চলেছে নেটফ্লিক্স।

ইতিমধ্যেই অনেক ব্যবহারকারীর কাছে নোটিস পাঠিয়ে নেটফ্লিক্স জানতে চেয়েছে, তারা অন্য কারও কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে এই ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন কিনা। যারা এমন ব্যবহার করছে তাদেরকে সাবধান করা হয়েছে।

নেটফ্লিক্স জানিয়েছে, শুধুমাত্র খুবই পরিচিত ছাড়া কাউকে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানাতে। কোনও বন্ধুর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করতে গেলে সেই ব্যবহারকারীর কাছে আগে মেসেজ পাঠাতে হবে। সেই ব্যবহারকারী অনুমতি দিলে তবেই তিনি নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন। আবার অনেক ব্যবহারকারীর স্ক্রিনে একটি পপ-আপ ভেসে উঠছে। সেখানে লেখা, “আপনি যদি এই অ্যাকাউন্টের মালিকের সঙ্গে বাস না করেন, তা হলে নিজের অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন।”

এই প্রসঙ্গে নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, “এই প্রযুক্তি আনা হয়েছে যাতে শুধুমাত্র প্রকৃত ব্যবহারকারীরাই এই ওটিটি প্ল্যাটফর্মের সব সুবিধা নিতে পারেন। তবে কবে নাগাদ এই নতুন ফিচারের ব্যবহার শুরু হবে, সেই বিষয়ে এখনও কিছু জানায়নি নেটফ্লিক্স।

আরও দেখুন : ‘সিরিয়াস চরিত্র না করলে গুরুত্ব পাওয়া যায় না’

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38430
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ