Printed on Mon Oct 25 2021 6:37:22 AM

নেপালকে রুখে দিলো বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
নেপালকে রুখে দিলো বাংলাদেশ
নেপালকে রুখে দিলো বাংলাদেশ
প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে। এটি নেপাল জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ড্র।

আন্তর্জাতিক ফুটবলাঙ্গনে গত ৯ সেপ্টেম্বর  ফেরেন সাবিনারা। সেই ম্যাচে ১-২ গোলে হেরেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দুই দিন পর দ্বিতীয় প্রীতি ম্যাচে নিজেদের সেরাটাই দেখিয়েছেন সাবিনারা। প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দুই দল গোলের চেষ্টা করে। সিরাত জাহান স্বপ্না এবং সাবিনা খাতুনের সমন্বয়ে আক্রমণভাগ নেপালের রক্ষণভাগ ভালোই ব্যতিব্যস্ত রেখেছিল। নেপালও আক্রমণ করেছিল বাংলাদেশকে। গোলরক্ষক রুপনা চাকমা কয়েকটি সুন্দর সেভ করেন।

নেপালের বিপক্ষে বাংলাদেশ নারী দল কখনো জিততে পারেনি। এই পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে দুই দল। এর মধ্যে ছয়বার হেরেছে বাংলাদেশ। এটি দ্বিতীয় ড্র। প্রথম ড্রটি ছিল অলিম্পিক বাছাইয়ের ম্যাচে ইয়াঙ্গুনে ২০১৮ সালে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53637
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ