Printed on Sat Apr 01 2023 10:29:59 AM

পঞ্চগড়ের সেই পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
সারাদেশ
পঞ্চগড়ের সেই পুলিশ
পঞ্চগড়ের সেই পুলিশ
ফাইল ছবি
পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রোক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া জেলা জজ এর ওমর ফারুক নামে ওই গ্যান ম্যান পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ।

১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মমিনপাড়া গ্রামের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ২১ বিএসএফের কমান্ড জিএফ টমা ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কণেল মামনুলু হকের নিকট পুলিশ সদস্য ওমর ফারুককে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, ঘাগড়া বিওপির কোম্পানী কমান্ডাে সুবেদার রুহল আমিন, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জামাল হােসেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ জানান, বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়।

এদিকে দিনভর জেলা পুলিশ ও ৫৬ বিজিবির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। এবং স্থানীয়রা বিভিন্ন কথা বললেও প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত ঘটনা জানা যায় নি।

১৪ ফেব্রুয়ারি রোববার দিনগত রাতে ঘাগড়া বিওপির সীমান্তে মেইন পিলার ৭৫৩ এস ১ ও ২ নং সাব পিলার বরাবর স্থানে ভারতীয় সিংপাড়া এলাকা হতে ভারতীয় এলাকাবাসীর হাত থেকে ওমর ফারুককে আটক করে বিএসএফ। এসময় নিজেকে বাঁচাতে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় সাথে থাকা পঞ্চগড় পুলিশের এএসআই মোশারফ হোসেন নামে এক পুলিশ সদস্য।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/36087
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ