Printed on Sat Jul 02 2022 4:51:08 PM

পটকা মাছ খেয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
পটকা মাছ মৃত্যু
পটকা মাছ মৃত্যু
বরিশালের পিরোজপুরের কাউখালী উপজেলায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। এছাড়া অসুস্থ আরও কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ জেলেরা জানান, ২৫ জনের একটি দল দুটি ট্রলারে মাছ শিকার করে সুন্দরবন থেকে বানারীপাড়ার গ্রামের বাড়ি ফিরছিলো।

এদের মধ্যে একটি ট্রলারে ১৩ জনের মধ্যে ১২ জনই পটকা মাছ খেয়ে দুপুরে অসুস্থ হয়ে পরে।

অসুস্থ অবস্থায় তারা চিকিৎসার জন্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুশীল দাস নামে একজন মারা যায়।

প্রয়াত সুশীল দাস (৫০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকার বাসিন্দা।

গুরুতর অবস্থায় ৪ জনকে প্রেরণ করা হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। এদের মধ্যে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবি নামে আরও একজন জেলের মৃত্যু হয়।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/69644
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ