Printed on Wed Nov 25 2020 11:04:26 PM

প্রস্তুত পদ্মা সেতুর বাকি স্প্যানগুলোও

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
পদ্মা সেতুর
পদ্মা সেতুর
করোনা মহামারি ও পদ্মার তীব্র স্রোতে বারবার বাধাগ্রস্ত হচ্ছিল পদ্মা সেতু নির্মাণ কাজ। এসব বাধা কাটিয়ে এখন দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতু প্রকল্পের কাজ।

১৭ অক্টোবর শনিবার সেতুর সবশেষ স্প্যানটিরও ফিটিংয়ের কাজ শেষ হয়েছে। শনিবার সকালে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে এই ফিটিংয়ের কাজ শেষ হয়। প্রস্তুত হওয়া ২এফ নম্বর পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর বসানো হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের এসব তথ্য জানান।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর ৩২ স্প্যান এরই মধ্যে সেতুর ৩৩টি পিয়ারের ওপর বসানো হয়েছে। সবশেষ স্প্যানটি ১১ অক্টোবর মাওয়া প্রান্তে বসানো হয়।

পদ্মা সেতু সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর ৩ ও ৪ নম্বর পিয়ারের ওপর ৩৩তম স্প্যান বসানো হবে। এর ৫ দিন পর ২৫ অক্টোবর ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর ৩৪তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। ৩০ অক্টোবর ২ এবং ৩ নম্বর পিয়ারের ওপর ৩৫তম স্প্যান বসানো হবে। ৪ নভেম্বর ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। অর্থাৎ প্রতি পাঁচ দিন অন্তর একটি করে স্প্যান বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। বাকি পাঁচটি স্প্যানও চলতি বছরই বসানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ স্থগিত

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/19036
© স্বত্ব ভয়েস টিভি 2020 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ