Printed on Tue Dec 01 2020 2:59:49 AM

করোনায় আক্রান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
পররাষ্ট্র
পররাষ্ট্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

১৪ নভেম্বর শনিবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ।

এর আগে ১২ নভেম্বর বৃহস্পতিবার করোনা সন্দেহে নমূনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে প্রতিমন্ত্রীর। তবে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আয়েন উদ্দিন ফেসবুকে লিখেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনা করছি এবং পবা-মোহনপুরবাসীকে রোগমুক্তির জন্যে দোয়ার অনুরোধ করছি।'

এর আগে গতকাল শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি লিখেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন।'

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/23298
© স্বত্ব ভয়েস টিভি 2020 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ