Printed on Mon May 17 2021 7:52:27 PM

অশ্লীল পেজ ‘পরশমনি’ ফলো করেন মামুনুল

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
পরশমনি
পরশমনি
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জে নারীসহ অবরুদ্ধ হওয়ার পর থেকে তাকে নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে। এবার মামুনুল হকের বিরুদ্ধে অশ্লীল পেজ ফলো করার প্রমাণ মিললো।

সোনারগাঁওয়ের রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হয়ে মুক্ত হওয়ার পর লাইভে এসে মামুনুল হক বক্তব্য দেন। প্রায় তিন লাখ ফলোয়ারের যে ফেসবুক প্রোফাইল থেকে মামুনুল লাইভে আসেন সে প্রোফাইলটিতে গিয়ে দেখা যায়, সেখানে পরশমনি নামে একটি পেজে ফলো দেয়া রয়েছে।

‘পরশমনি’ নামের ওই পেজে সর্বশেষ কয়েকটি পোস্ট মামুনুল হককে নিয়ে হলেও এর আগের বেশিভাগ পোস্টই ভাষায় প্রকাশের অযোগ্য সব বিষয় নিয়ে। অশ্লীল এ পেজটিতে বিভিন্ন সময়ে ধারণকৃত এবং ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও প্রকাশ করা হয়ে থাকে। এ ভিডিওগুলোর বেশিরভাগই গোপনে ধারণকৃত।

অবশ্য রিসোর্টে ধরা পড়ার পর থেকে মামুনুল হক ও তার দল হেফাজতে ইসলাম বারবার বলে আসছে ওই নারী মামুনুলের দ্বিতীয় স্ত্রী এবং তার বন্ধু শহিদুল ইসলামের সাবেক বউ।

এদিকে গত ৪ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন হেফাজতের নেতা মামুনুল হক পার্লারে কাজ করা নারী নিয়ে সোনারগাঁয়ের রিসোর্টে বিনোদনের জন্য গিয়েছিলেন।

একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ওই নারী মামুনুলের স্ত্রী নয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41114
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ