ক্যাচ মিসের মহড়া, পরাজয় বাংলাদেশের


আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। তবে এরপরই হজরতউল্লাহ জাজাই আর উসমান গনি পথের কাটা হয়ে দাঁড়িয়েছেন স্বাগতিকদের। তাতে ম্যাচের লাগামটাও বাংলাদেশের হাত থেকে কেড়ে নিয়েছে, ম্যাচটা মাহমুদউল্লাহর দলের হাত ফসকে যাচ্ছে বেরিয়ে।
শুরুর ওভারটা করেছিলেন নাসুম আহমেদ। উইকেট না পেলেও রান দিয়েছেন মোটে চারটি। শেখ মেহেদিও পরের ওভারে দিলেন চারটি রানই, তবে বাংলাদেশকে পাইয়ে দিয়েছিলেন মহামূল্য ব্রেক থ্রু।
রহমানউল্লাহ গুরবাজ মেহেদির ওভারের প্রথম বলে পরাস্ত হয়েছিলেন। জোরালো আবেদনের পর তাকে আউটও দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। তবে আফগানরা রিভিউ নিলে দেখা যায়, প্যাড নয়, বলটা লেগেছিল তার গ্লাভসে; বেঁচে যান গুরবাজ।
তবে তার পর তিনি টিকেছেন মাত্র এক বল। ওভারের তৃতীয় বলেই কভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজ। তবে এরপর সে ধাক্কা সামলে নেয় আফগান দল। পঞ্চম ওভারে বিপদ হতে পারত দলটির।
তবে সে যাত্রায় ওসমান বেঁচে যান আম্পায়ার্স কলে। নাসুম আহমেদের করা সেই ওভারে এলবিডব্লিউর আবেদন উঠেছিল, তাতে আম্পায়ার সাড়া দেননি।
রিভিউতে দেখা যায়, বল স্টাম্পের লাইনে পড়ে পায়ে লেগেছিল। স্টাম্পও ছুঁয়ে যেত, তবে তা পুরোপুরি আঘাত করত না। তাই আম্পায়ার আউট না দেওয়ায়, আম্পায়ারের সেই সিদ্ধান্তই বাঁচিয়ে দেয় তাকে।
এক ওভার পর সাকিবও একটু হলে বিপাকে ফেলেই দিচ্ছিলেন আফগানদের। জাজাই সাকিবের বলটা উড়িয়ে মারতে গিয়ে পরাস্ত হন, তবে বলটা অল্পের জন্য লাগেনি স্টাম্পে। ফলে এ যাত্রাতেও ভাগ্য সহায় হয় আফগানদের।
এর আগে পরে ওভারপ্রতি প্রয়োজনীয় রানের চেয়ে বেশিই রান নিয়েছে সফরকারীরা। তাতেই গড়া হয়ে গেছে দারুণ এক জুটি। ১০ ওভার শেষে আফগানরা তুলে ফেলেছে ৬৮ রান, উইকেট রইলো সেই একটাই।
শুরুর ওভারটা করেছিলেন নাসুম আহমেদ। উইকেট না পেলেও রান দিয়েছেন মোটে চারটি। শেখ মেহেদিও পরের ওভারে দিলেন চারটি রানই, তবে বাংলাদেশকে পাইয়ে দিয়েছিলেন মহামূল্য ব্রেক থ্রু।
রহমানউল্লাহ গুরবাজ মেহেদির ওভারের প্রথম বলে পরাস্ত হয়েছিলেন। জোরালো আবেদনের পর তাকে আউটও দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। তবে আফগানরা রিভিউ নিলে দেখা যায়, প্যাড নয়, বলটা লেগেছিল তার গ্লাভসে; বেঁচে যান গুরবাজ।
তবে তার পর তিনি টিকেছেন মাত্র এক বল। ওভারের তৃতীয় বলেই কভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজ। তবে এরপর সে ধাক্কা সামলে নেয় আফগান দল। পঞ্চম ওভারে বিপদ হতে পারত দলটির।
তবে সে যাত্রায় ওসমান বেঁচে যান আম্পায়ার্স কলে। নাসুম আহমেদের করা সেই ওভারে এলবিডব্লিউর আবেদন উঠেছিল, তাতে আম্পায়ার সাড়া দেননি।
রিভিউতে দেখা যায়, বল স্টাম্পের লাইনে পড়ে পায়ে লেগেছিল। স্টাম্পও ছুঁয়ে যেত, তবে তা পুরোপুরি আঘাত করত না। তাই আম্পায়ার আউট না দেওয়ায়, আম্পায়ারের সেই সিদ্ধান্তই বাঁচিয়ে দেয় তাকে।
এক ওভার পর সাকিবও একটু হলে বিপাকে ফেলেই দিচ্ছিলেন আফগানদের। জাজাই সাকিবের বলটা উড়িয়ে মারতে গিয়ে পরাস্ত হন, তবে বলটা অল্পের জন্য লাগেনি স্টাম্পে। ফলে এ যাত্রাতেও ভাগ্য সহায় হয় আফগানদের।
এর আগে পরে ওভারপ্রতি প্রয়োজনীয় রানের চেয়ে বেশিই রান নিয়েছে সফরকারীরা। তাতেই গড়া হয়ে গেছে দারুণ এক জুটি। ১০ ওভার শেষে আফগানরা তুলে ফেলেছে ৬৮ রান, উইকেট রইলো সেই একটাই।
সর্বশেষ সংবাদ