পরীমনির ৩ টাকার দেনমোহরের বিয়ে টিকলো না ৫ মাসও!


চলতি বছর শোবিজ অঙ্গনের অনেক জনপ্রিয় তারকা সুখের সংসার গড়েছেন। আবার অনেকেরই বিচ্ছেদ চূড়ান্ত না হলেও ঝুলে আছে আনুষ্ঠানিকতার অপেক্ষায়। অনেকেই আবার স্বামী সংসার কিংবা স্ত্রী ছেড়ে আলাদা থাকছেন।
৮ বছরেই ভেঙে গেল শাবনূরের সংসার
২০০৮ সালে ‘বধূ তুমি কার’ ছবিতে কাজ করতে গিয়ে অনিক নামে এক নবাগত অভিনেতার সাথে পরিচয় হয় ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূরের। পরিচয়ের সূত্রে প্রেম। ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। সেই সংসারে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।
অপূর্ব’র সংসার ভাঙনের খবর চমকে দিয়েছিলো ভক্তদের
দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবন ছিলো জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির। ২০১১ সালে বিয়ে করেছিলেন তারা। শোবিজে তাদের আদর্শ দম্পতি হিসেবে দেখা হতো। ১৭ মে খবর পাওয়া যায় তাদের ডিভোর্স হয়ে গেছে। হঠাৎ পাওয়া সেই খবরে চমকে গিয়েছিলেন সবাই। ডিভোর্সের ব্যাপারটি নিজেরাই জানিয়েছেন অপূর্ব ও অদিতি। ১৭ মে রাতে এক ইংরেজি স্ট্যাটাসে অপূর্ব ডিভোর্সের কথা স্বীকার করে তার জন্য এবং সাবেক স্ত্রী অদিতি এবং তাদের সন্তানের জন্য দোয়া চান।
পরীমনির ৩ টাকার বিয়ে ৫ মাসও টিকল না
বিয়ের দেনমহর তিন টাকা। এভাবেই হঠাৎ বিয়ের খবর প্রকাশ করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কিন্তু সে বিয়েটা পাঁচ মাসও টিকলো না। চলতি বছরের ৯ মার্চ দিবাগত রাতে অভিনয় শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে বিয়ে করেন পরীমনি। বর পরিচালক কামরুজ্জামান রনি।
আগস্টে খবর আসে পরী আর রনির বিচ্ছেদ হয়ে গেছে। তবে সেসব নিয়ে প্রকাশ্যে মুখ খুলেননি পরীমনি। তিনি ব্যস্ত রয়েছেন বেশ কিছু সিনেমার শুটিং নিয়ে।
ভেঙে গেল শবনম ফারিয়ার সংসার
২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী হারুন অর রশীদ অপু। বিয়ের এক বছর যেতে না যেতেই সম্পর্ক শিথিল হতে শুরু করে তাদের। অনেক দিন আলাদা থাকতেন দুজন। অবশেষে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেন তারা।
গত ২৭ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে। দুজনই তালাকনামায় সই করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া নিজেই।
তমা মির্জার সংসারে অশান্তি
প্রকাশ্যে তাদের বেশ ‘রোমান্টিক কাপল’ হিসেবেই দেখা যেত। তবে গত ৬ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে স্বামী হিশাম চিশতি হত্যাচেষ্টার মামলা করার খবরটি প্রকাশ হতেই জানা গেল ঘটনা ভিন্ন। নায়িকা তমার সংসারে ভাঙনের সুর বাজছে।
হিশাম তার করা মামলায় তমা মির্জাকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া তার বাবা-মা, ভাই এবং অজ্ঞাতপরিচয় একজনকেও আসামি করা হয়েছে। হিশাম চিশতি জানিয়েছেন, তিনি নানা কারণে তমা ও তার পরিবারের উপর বিরক্ত হয়ে বিচ্ছেদ চাইছেন অনেকদিন ধরেই। সেই জেরেই হামলার শিকার হতে হয়েছে তাকে।
ভয়েসটিভি/এমএইচ/এএস
৮ বছরেই ভেঙে গেল শাবনূরের সংসার
২০০৮ সালে ‘বধূ তুমি কার’ ছবিতে কাজ করতে গিয়ে অনিক নামে এক নবাগত অভিনেতার সাথে পরিচয় হয় ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূরের। পরিচয়ের সূত্রে প্রেম। ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। সেই সংসারে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।
অপূর্ব’র সংসার ভাঙনের খবর চমকে দিয়েছিলো ভক্তদের
দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবন ছিলো জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির। ২০১১ সালে বিয়ে করেছিলেন তারা। শোবিজে তাদের আদর্শ দম্পতি হিসেবে দেখা হতো। ১৭ মে খবর পাওয়া যায় তাদের ডিভোর্স হয়ে গেছে। হঠাৎ পাওয়া সেই খবরে চমকে গিয়েছিলেন সবাই। ডিভোর্সের ব্যাপারটি নিজেরাই জানিয়েছেন অপূর্ব ও অদিতি। ১৭ মে রাতে এক ইংরেজি স্ট্যাটাসে অপূর্ব ডিভোর্সের কথা স্বীকার করে তার জন্য এবং সাবেক স্ত্রী অদিতি এবং তাদের সন্তানের জন্য দোয়া চান।
পরীমনির ৩ টাকার বিয়ে ৫ মাসও টিকল না
বিয়ের দেনমহর তিন টাকা। এভাবেই হঠাৎ বিয়ের খবর প্রকাশ করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কিন্তু সে বিয়েটা পাঁচ মাসও টিকলো না। চলতি বছরের ৯ মার্চ দিবাগত রাতে অভিনয় শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে বিয়ে করেন পরীমনি। বর পরিচালক কামরুজ্জামান রনি।
আগস্টে খবর আসে পরী আর রনির বিচ্ছেদ হয়ে গেছে। তবে সেসব নিয়ে প্রকাশ্যে মুখ খুলেননি পরীমনি। তিনি ব্যস্ত রয়েছেন বেশ কিছু সিনেমার শুটিং নিয়ে।
ভেঙে গেল শবনম ফারিয়ার সংসার
২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী হারুন অর রশীদ অপু। বিয়ের এক বছর যেতে না যেতেই সম্পর্ক শিথিল হতে শুরু করে তাদের। অনেক দিন আলাদা থাকতেন দুজন। অবশেষে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেন তারা।
গত ২৭ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে। দুজনই তালাকনামায় সই করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া নিজেই।
তমা মির্জার সংসারে অশান্তি
প্রকাশ্যে তাদের বেশ ‘রোমান্টিক কাপল’ হিসেবেই দেখা যেত। তবে গত ৬ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে স্বামী হিশাম চিশতি হত্যাচেষ্টার মামলা করার খবরটি প্রকাশ হতেই জানা গেল ঘটনা ভিন্ন। নায়িকা তমার সংসারে ভাঙনের সুর বাজছে।
হিশাম তার করা মামলায় তমা মির্জাকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া তার বাবা-মা, ভাই এবং অজ্ঞাতপরিচয় একজনকেও আসামি করা হয়েছে। হিশাম চিশতি জানিয়েছেন, তিনি নানা কারণে তমা ও তার পরিবারের উপর বিরক্ত হয়ে বিচ্ছেদ চাইছেন অনেকদিন ধরেই। সেই জেরেই হামলার শিকার হতে হয়েছে তাকে।
ভয়েসটিভি/এমএইচ/এএস
সর্বশেষ সংবাদ