Printed on Wed Jan 20 2021 10:59:36 PM

পাকিস্তানের বিপক্ষে দলে ফিরছেন উইলিয়ামসন

স্পের্টস ডেস্ক
খেলার খবর
পাকিস্তানের বিপক্ষে
পাকিস্তানের বিপক্ষে
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না কেইন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পর থেকেই ছুটিতে ছিলেন তিনি। কদিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন কিউই অধিনায়ক।

নতুন অতিথি আসার পর ছুটি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরেছেন তিনি। উইলিয়ামসনের ফেরায় বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার এজাজ প্যাটেল।

নিউজিল্যান্ড ক্রিকেট গতকাল সোমবার দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নেই কলিন ডি গ্র্যান্ডহোম। তাঁর অনুপস্থিতিতে জায়গা ধরে রেখেছেন ড্যারিল মিচেল। সুযোগ পাননি ম্যাট হেনরিও।

আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি। আগামী ৩ জানুয়ারি, ক্রাইস্টচার্চে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

কন্যাসন্তানের বাবা হন উইলিয়ামসন গত ১৬ ডিসেম্বর । এরপর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে উইলিয়ামসন ক্যাপশনে লেখেন, ‘আমাদের পরিবারে সুন্দর একটি কন্যাশিশুকে অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।’

নিউজিল্যান্ড টেস্ট দল : কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, টম ব্লান্ডেল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়্যাগনার, ট্রেন্ট বোল্ট, উইল ইয়াং।

আরও পড়ুন : ছক্কায় বিশ্ব রেকর্ড গেইলের

ভয়েস টিভি/আইএ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/29116
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ